Mission & Vision

লক্ষ্য এবং উদ্দেশ্য

 

‘এসো জ্ঞানের সন্ধানে ফিরে যাও দেশের সেবায়’

 

চট্টগ্রাম শিক্ষা বোর্ড  এর নির্ধারিত সিলেবাসের ভিত্তিতে এ কলেজে শিক্ষা প্রদান করা হয়। মাল্টিমিডিয়া প্রযুক্তির সফল ব্যবহার দ্বারা এখানে গতানুগতিক সিলেবাস ও উন্নত প্রযুক্তির শিক্ষাব্যবস্থার মেলবন্ধন রচনা করা হয়েছে। সেন্ট্রাল ক্লাস চালু করার মাধ্যমে ক্লাসরুমের পাঠদান প্রক্রিয়ায় বৈপস্নবিক পরিবর্তন আনা হয়েছে। আমাদের লক্ষ্য হল নিবিড়ভাবে শৃঙ্খলা, নৈতিকতা, ঐতিহ্য, দেশপ্রেম ও আধুনিক মানসম্মত শিক্ষায় শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ে তোলা। প্রথাগত ও আধুনিক প্রযুক্তির সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে আমরা আমাদের শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ ও সামগ্রিক উন্নতি ঘটিয়ে তাদেরকে একুশ শতকের নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টায় নিয়োজিত।

আমাদের রয়েছে শিক্ষা ক্ষেত্রে সমৃদ্ধ ঐতিহ্য ও উন্নত প্রযুক্তির সকল সুযোগ-সুবিধা, যা আমাদের শিক্ষার্থীদেরকে পরিবর্তিত বিশ্ব সম্পর্কে সচেতন করবে এবং একবিংশ শতকের মূলস্রোতের সঙ্গে সম্পৃক্ত করবে।